হ্যাম্পশায়ারের দুর্দান্ত জয়ে সাসেক্স ৬২ রানে বিধ্বস্ত !
ভাইটালিটি ব্লাস্ট সাউথ গ্রুপে হ্যাম্পশায়ার হকস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬২ রানে হারিয়েছে সাসেক্স শার্কসকে। প্রথমে ব্যাট করে ১৯৬/৮ রান তোলে হ্যাম্পশায়ার—ক্রিস লিন করেন ৫১ রান, আর বল হাতে ম্যাকঅ্যান্ড্রু নেন ৩টি উইকেট ৩২ রানে। জবাবে সাসেক্স মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকলেও পাওয়ারপ্লেতে ব্যর্থতাই তাদের ভোগায়। #JeetBuzz #JB #Sports #HampshireVictory #VitalityBlast #T20Cricket #HampshireHawks #SussexSharks #CricketWin
টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সকে হারিয়ে হ্যাম্পশায়ারের জয়!
ভাইট্যালিটি ব্লাস্ট সাউথ গ্রুপে হ্যাম্পশায়ার হকস সাসেক্স শার্কসের বিপক্ষে ৬২ রানের বিশাল জয় নিশ্চিত করেছে। লিন (৫১) এবং ম্যাকঅ্যান্ড্রু (৩-৩২) এর দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে হ্যাম্পশায়ার ৮/১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর তৈরি করেছে। পাওয়ারপ্লেতে লড়াই করতে থাকা এবং শুরুতে উইকেট হারানো সাসেক্স জবাবে মাত্র ১৩৪ রান করতে পেরেছিল। #JeetBuzz #JB #Sports #HampshireVictory #T20Blast #VitalityBlast #HampshireHawks #SussexSharks
টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ার লাইটনিং ডার্বিশায়ার ফ্যালকন্সকে ৪২ রানে হারিয়েছে
এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে ডার্বিশায়ার ফ্যালকনসকে ৪২ রানে হারিয়েছে ল্যাঙ্কাশায়ার লাইটনিং। প্রথমে ব্যাট করে ফিল সল্টের ৪৪ রানে ভর করে তারা তোলে ১৭৮/৬। জবাবে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডার্বিশায়ার থেমে যায় ১৩৬/৬ রানে। যদিও ম্যাডসেন করেন লড়াকু ৫৩ রান, তবে লুক উডের প্রথম দুই বলেই দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। #JeetBuzz #JB #Sports #LancashireLightning #DerbyshireFalcons #T20Blast #VitalityBlast
‘টি২০ ব্লাস্টে লেস্টারশায়ারকে হারিয়ে সহজ জয় বার্মিংহাম বিয়ার্সের
নর্থ গ্রুপে লেস্টারশায়ার ফক্সেসকে ১০ বল হাতে রেখে ছয় উইকেটে হারিয়েছে বার্মিংহাম বিয়ার্স। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাউসলি অপরাজিত ৬৪ ও হেইনের ৫৫ রানে জয় সহজ হয়। এর আগে লেস্টারশায়ারকে ১৫৪ রানে অলআউট করতে পাকিস্তানের হাসান আলি পাওয়ারপ্লেতেই ৪ উইকেট নিয়ে ২২ রানে ছিলেন সেরা বোলার। এই জয়ে টানা পঞ্চমবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বড় এক ধাপ এগোল বার্মিংহাম। #JeetBuzz #JB #Sports #T20Blast #BirminghamBears #LeicestershireFoxes #NorthGroup #HasanAli #Mousley #Hain #CricketStars #StandoutPerformance #BirminghamWin #CricketVictory #T20Victory #QuarterFinalPush
স্যাসেক্স শার্কসের দাপুটে জয়, কেন্টকে হারাল ৩৪ রানে!
ক্যান্টারবেরিতে অনুষ্ঠিত ভাইটালিটি ব্লাস্ট ম্যাচে সাসেক্স শার্কস ৩৪ রানে হারিয়েছে কেন্ট স্পিটফায়ার্সকে। সাসেক্স প্রথমে ব্যাট করে তোলে ১৯৫/৯ — যেখানে ড্যানিয়েল হিউজ করেন সর্বোচ্চ ৪৮ রান। জবাবে হ্যারি ফিঞ্চের ৫৬ রান সত্ত্বেও ব্যর্থ হয় কেন্টের ইনিংস। বল হাতে দ্যুতি ছড়ান ড্যানি ল্যাম্ব, ৫ উইকেট নেন মাত্র ১৫ রানে! দুর্দান্ত সঙ্গ দেন টাইমাল মিলস (৩/২০) ও নাথান গিলক্রিস্ট (৩/৩১)। #JeetBuzz #JB #Sports #T20Blast #VitalityBlast #SussexSharks #HarryFinch #DannyLamb #TymalMills #NathanGilchrist #SussexWin #CricketVictory #MatchHighlights
হাই-স্কোরিং টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহাম ৪৯ রানে নটিংহ্যামশায়ারকে হারিয়েছে!
কলিন আকারম্যান মাত্র ৩৩ বলে ৮৩ রান করেন এবং ডারহাম তাদের টি২০ ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করে ফেলেন ২৩১/৫। ব্যাঙ্কস হোমস রিভারসাইডে Vitality Blast-এ ফেরার ম্যাচে নটিংহ্যামশায়ার আউটলজদের ৪৯ রানে হারায় তারা। উত্তরের এই সন্ধ্যায় অতিথি দল ১৮২ রানে গুটিয়ে যায়। এ জয়ে টুর্নামেন্টে এটি ডারহামের পঞ্চম জয়, যা তাদের নকআউট পর্বের পথ আরও মজবুত করলো। #JeetBuzz #JB #Sports #DurhamCricket #NottinghamshireCricket #T20Blast #VitalityBlast2025 #ColinAckermann #AlexLees #KaseyAldridge #CricketPerformance #T20Victory
টি-২০ ব্লাস্টে ডার্বিশায়ারকে উড়িয়ে দিল ল্যাঙ্কাশায়ার লাইটনিং
টি-২০ ব্লাস্টে ডার্বিশায়ারকে উড়িয়ে দিল ল্যাঙ্কাশায়ার লাইটনিং ভাইটালিটি ব্লাস্টের নর্থ গ্রুপে ল্যাঙ্কাশায়ার লাইটনিং ডার্বিশায়ার ফ্যালকন্সকে ৮০ রানে পরাজিত করেছে। ব্যাটিংয়ে তারা তোলে ২৪৩/৭ রান। লুক ওয়েলস ৪৪ বলে ৮টি ছক্কায় ঝড়ো ৮৩ রান করেন, আর ম্যাটি হার্স্ট মাত্র ২০ বলে ৫০ রান করে জস বাটলারের গড়া ল্যাঙ্কাশায়ারের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ডে ভাগ বসান। জবাবে ডার্বিশায়ার ১৬৩ রানে অলআউট হয়ে যায়। #JeetBuzz #JB #Sports #LancashireLightning #DerbyshireFalcons #T20Blast #VitalityBlast #LukeWells #MattyHurst #BigWins #CricketStars #T20Victory
মুয়েয়ের সেঞ্চুরিতে এসেক্সের বিপক্ষে কেন্টের দুর্দান্ত জয়
টাওয়ান্ডা মুয়েয়ে ৫৮ বলে ঝড়ো ১০০ রান করে টি-২০ ব্লাস্টে কেন্টকে ৪৭ রানে জয় এনে দেন। তার প্রথম টি-২০ সেঞ্চুরিতে কেন্ট তোলে ২১৯/৩ রান, যার জবাবে এসেক্স ১৭২ রানেই থেমে যায়। এসেক্সের পক্ষে হারমার ৫৫ ও এলগার ৫০ রান করলেও জয় এনে দিতে পারেননি। মুয়েয়ের মোট রান এখন ৩৬২, যা ২০২৫ ভিটালিটি ব্লাস্টে তাকে শীর্ষ রান সংগ্রাহক করেছে। #JeetBuzz #JB #Sports #T20Blast #KentVsEssex #VitalityBlast2025 #TawandaMuyeye #MuyeyeCentury #TopScorer #KentVictory #CenturyMaker #CricketExcellence
উত্তেজনাপূর্ণ ম্যাচে হ্যাম্পশায়ারকে হারিয়ে গ্লস্টারশায়ারের নাটকীয় জয়
লো-স্কোরিং হলেও উত্তেজনায় ভরপুর ম্যাচে ভিটালিটি ব্লাস্টে হ্যাম্পশায়ারকে ২ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় গ্লস্টারশায়ার। ১২৫ রানের লক্ষ্য তাড়ায় ডি’আর্সি শর্টের ৪৯ রানে ভালো পথে ছিল দলটি, কিন্তু হঠাৎ ধস নেমে স্কোর দাঁড়ায় ১২৩/৮। তবে শেষ দিকে ডেভিড পেইনের ঠান্ডা মাথার নেতৃত্বে গ্লস্টারশায়ার নিশ্চিত করে নাটকীয় জয়, আর সেই সঙ্গে দক্ষিণ গ্রুপে নিজেদের অবস্থানও মজবুত করে। #JeetBuzz #JB #Sports #T20Blast #VitalityBlast #GloucestershireCricket #HampshireCricket #DarcyShort #DavidPayne #CricketThriller #MatchWin #SouthGroup
উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে মিডলসেক্সকে ৭৫ রানে হারাল সারে
কিয়া ওভালে টি২০ ব্লাস্টে উইল জ্যাকসের দুর্দান্ত ৯৭ রানের ইনিংসে মিডলসেক্সের বিপক্ষে ৭৫ রানের জয় তুলে নেয় সারে। মাত্র ৫৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় সাজানো জ্যাকসের ইনিংসে সারে তোলে ১৯৪/৮। জবাবে ব্যাট করতে নেমে মিডলসেক্স গুটিয়ে যায় মাত্র ১১৯ রানে। মিচেল স্যান্টনার ২৫ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টানা পঞ্চম জয়ে সাউথ গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করল সারে। #JeetBuzz #JB #Sports #SurreyCricket #MiddlesexCricket #T20Blast #WillJacks #CricketMasterclass #Santner #SouthGroup #T20Cricket
গ্ল্যামারগনকে হারিয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে শীর্ষে অবস্থান নিশ্চিত করেছে সমারসেট!
গ্ল্যামারগনের বিপক্ষে ছয় উইকেটের জয়ের মাধ্যমে সমারসেট তাদের প্রভাবশালী ভাইটালিটি ব্লাস্ট রান বজায় রেখেছে।অস্ট্রেলিয়ান পেসার রাইলি মেরেডিথ ৪ উইকেট নিয়ে (৪/২১) গ্ল্যামর্গানকে ১৩০/৯ রানে থামিয়ে দেন। এরপর ব্যাট হাতে নির্ভারভাবেই লক্ষ্য তাড়া করে সমারসেট, যা ছিল তাদের ৮ ম্যাচে সপ্তম জয়। এর ফলে সাউথ গ্রুপের শীর্ষস্থানে শক্ত অবস্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে, জয়-পরাজয়ে ভারসাম্য থাকা গ্ল্যামর্গান এখন শীর্ষ চারে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। #JeetBuzz #JB #Sports #T20Blast #SomersetCricket #GlamorganCricket #RileyMeredith #VitalityBlast2025 #SouthGroup #CricketHighlights
টি২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে দুরহামের ৬৩ রানের দাপুটে জয়
টি২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে দুরহামের ৬৩ রানের দাপুটে জয় গ্রাহাম ক্লার্কের ৫৩ ও জিমি নিশামের অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে দুরহাম তোলে ১৯৩/৪। এরপর ইয়র্কশায়ারকে ১৩০ রানে গুটিয়ে দিয়ে ৬৩ রানের বিশাল জয় তুলে নেয় তারা। ছয় দিনের মধ্যে ইয়র্কশায়ারের বিপক্ষে এটি দুরহামের দ্বিতীয় জয়, যা উত্তর গ্রুপে তাদের সেরা চারে থাকার সম্ভাবনা মজবুত করল এবং ইয়র্কশায়ারের কোয়ার্টার-ফাইনাল স্বপ্ন প্রায় শেষ করে দিল। #JeetBuzz #JB #Sports #T20Blast #DurhamCricket #YorkshireCricket #VitalityBlast #CricketHighlights #NorthGroup
টি২০ ব্লাস্ট ২০২৫: হ্যাম্পশায়ারকে ১৭ রানে হারিয়ে জয়ী সমারসেট
সমারসেট কোপার অ্যাসোসিয়েটস গ্রাউন্ডে হ্যাম্পশায়ার হকসকে ১৭ রানে হারিয়ে ভিটালিটি ব্লাস্ট সাউথ গ্রুপে আবার জয় ফিরিয়েছে। লুইস গ্রেগরি একটি শক্তিশালী হাফ-সেঞ্চুরির মাধ্যমে দলকে নেতৃত্ব দেন, আর উইল স্মিড ৩৭ বলে ৬৮ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। স্মিড টম কোলার-ক্যাডমোর ও টম অ্যাবেলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে সমারসেটকে বড় সংগ্রহে পৌঁছে দেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সারে-কে পিছনে ফেলে এগিয়ে গেল সমারসেট। #JeetBuzz #JB #Sports #SomersetCricket #T20Blast2025 #VitalityBlast #SomersetVsHampshire #CricketVictory #WillSmeed #LewisGregory #T20Cricket
টি২০ ব্লাস্ট ২০২৫: নটিংহ্যামশায়ারকে চার উইকেটে হারাল লেস্টারশায়ার
টি২০ ব্লাস্ট ২০২৫: নটিংহ্যামশায়ারকে চার উইকেটে হারাল লেস্টারশায়ার উপটনস্টিল কাউন্টি গ্রাউন্ডে নর্থ গ্রুপের ম্যাচে লেস্টারশায়ার ফক্সেস নটিংহ্যামশায়ারকে চার উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। ১৫৭ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে তারা, হাতে ছিল ১৪ বল। রেহান আহমেদ তার প্রথম টি২০ অর্ধশতক করেন—৩৭ বলে ৫২ রান। অধিনায়ক লুইস কিম্বার ঝোড়ো ইনিংসে ১৫ বলে ৩৫ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন। #JeetBuzz #JB #sports #LeicestershireFoxes #Nottinghamshire #T20Blast2025 #CricketVictory #RehanAhmed #VitalityBlast #TeamFoxes
টি২০ ব্লাস্ট ২০২৫: শ্বাসরুদ্ধকর জয়ে এসেক্সকে এক রানে হারাল মিডলসেক্স
টি২০ ব্লাস্ট ২০২৫: শ্বাসরুদ্ধকর জয়ে এসেক্সকে এক রানে হারাল মিডলসেক্স মিডলসেক্স দারুণ এক রোমাঞ্চকর ম্যাচে মাত্র ১ রানে হারিয়েছে এসেক্সকে, রিচার্ড জনসনের যুগ শেষ হওয়ার পর এটিই তাদের প্রথম জয়। ম্যাচের শেষ ওভারে মাত্র ১০ রান ডিফেন্ড করে ৩১ রানে ২ উইকেট নেন টম হেলম। লর্ডসে মিডলসেক্সের সর্বশেষ ভিটালিটি ব্লাস্ট জয়ের তিন বছর পূর্ণ হলো এই জয়ের মাধ্যমে। শেষ ওভারে লুস বেনকেনস্টিনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন হেলম। #JeetBuzz #JB #sports #MiddlesexVsEssex #T20Blast2025 #CricketThriller #VitalityBlast #MiddlesexWin #TomHelm
We think you’ll love these